ভাষানটেকে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর ভাষানটেকের বিআরবি বস্তিতে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে পনেরো মিনিটের মধ্যে মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। এছাড়া আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এরআগে বুধবার (৫ মার্চ) রাত ২টার দিকে গাবতলীর ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহজাদপুর বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে।

You might also like

Comments are closed.