ভারী বৃষ্টিতে জলাবদ্ধ শহর, ভোগান্তি চরমে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঝালকাঠিতে বৃহস্পতিবার (২৯ মে) ভোর থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে শহর অচল হয়ে পড়েছে। কখনও টানা, কখনও থেমে বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছেন শহরবাসী।

টানা বৃষ্টিতে শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলি-গলির বেশিরভাগ অংশ পানিতে তলিয়ে গেছে। জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও বসতবাড়ি। রিকশা ও অটোরিকশাচালকরা জীবিকার তাগিদে রাস্তায় নামলেও যাত্রী না থাকায় হতাশায় দিন কাটছে তাদের। অন্যদিকে সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। বেশিরভাগ দোকানও বন্ধ দেখা গেছে।

 

সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী এলাকাগুলোতে ঢুকে পড়েছে পানি। প্লাবিত হয়েছে নিচু এলাকা ও আশপাশের কৃষিজমি। এতে চরম দুশ্চিন্তায় রয়েছেন নদীপাড়ের মানুষ।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন বলেন, এভাবে যদি ভারী বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে ধান, সবজি ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম নিলয় পাশা জানিয়েছেন, নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে এখনও তা বিপদসীমার নিচে রয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক প্রস্তুতির কথা জানানো হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন বলেন, যদিও সরাসরি কোনো সতর্ক সংকেত নেই, তবুও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। শুকনো খাবার ও অন্যান্য সহায়তা মজুত রাখা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকায় বসবাসরতদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টিপাতের এই ধারা ও নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়বে।

-ঝালকাঠি প্রতিনিধি

You might also like

Comments are closed.