ভারত শাসিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৩

সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নির্মূল করতে জম্মু-কাশ্মিরে ‘অপারেশন কিলার’ পরিচালনা করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অঞ্চলটির শোপিয়ান জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘সন্ত্রাসীদের’ বন্দুক লড়াইয়ে ঘটনা ঘটেছে। এতে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

মঙ্গলবার (১৩ মে) এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানিয়েছে, প্রথমে কুলগাম জেলায় দুই পক্ষের মধ্যে বন্দুক লড়াই শুরু হয়েছিল, তারপর সেখানে থেকে সরতে সরতে শোপিয়ানের একটি বন এলাকায় চলে যায়। ওই বনে আরেক ‘সন্ত্রাসী’ লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ভারতের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত নিরাপত্তা বাহিনীর দল ‘সন্ত্রাসীদের’ ঘেরাও করে ফেলে। তারপর থেকে দুই ঘণ্টারও বেশি সময়ে ধরে দুই পক্ষের মধ্যে বন্দুক লড়াই চলে।

সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী বলেছে, ‘১৩ মে ২০২৫, রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া সুর্নিদিষ্ট তথ্যের ভিত্তিতে শোপিয়ানের বেসামরিক এলাকা শোকল কেলারে সন্ত্রাসীদের উপস্থিতির কথা জানার পার ভারতীয় সেনাবাহিনী সেখানে তল্লাশি ও নির্মূল অভিযান শুরু করে। অভিযান চলাকালে সন্ত্রাসীরা ব্যাপক গুলিবর্ষণ শুরু করলে তীব্র গুলির লড়াই শুরু হয়। এতে তিন সন্ত্রাসী নিহত হয়। অভিযান অব্যাহত আছে।’

You might also like

Comments are closed.