ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল
দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা শুধু সীমান্তেই নয়, আঘাত হেনেছে আন্তর্জাতিক আকাশপথেও। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ অঞ্চলে প্রায় ৫৫০টি নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইট বাতিল হয়েছে, যার প্রভাব পড়েছে হাজার হাজার যাত্রী, এয়ারলাইনস ও বাণিজ্যিক যোগাযোগের ওপর।
গত সপ্তাহে সীমান্তে দু’দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়, যা ধীরে ধীরে আকাশসীমায় প্রভাব বিস্তার করে। পাকিস্তান আংশিকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়, আর ভারতও উত্তরাঞ্চলে কঠোর সতর্কতা ঘোষণা করে। এর ফলেই বিমান সংস্থাগুলো বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল বা বিকল্প পথে চালাতে বাধ্য হয়।
বুধবার (৭ মে) ফ্লাইটরাডার২৪ জানায়, পাকিস্তানে মোট নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটের প্রায় ১৬ শতাংশ বাতিল হয়েছে যা সংখ্যায় ১৩৫টি। অন্যদিকে, ভারতে মোট নির্ধারিত ফ্লাইটের তিন শতাংশ বাতিল হয়েছে যা সংখ্যায় ৪১৭টি ফ্লাইট।
এ পরিসংখ্যান থেকে স্পষ্ট, দুই দেশের বিমান যোগাযোগে এক বড় ধাক্কা লেগেছে, যা কেবল অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক রুটগুলোকেও জটিল করে তুলেছে। এমিরেটস, ইতিহাদ, কাতার এয়ারওয়েজসহ উপসাগরীয় এয়ারলাইনসগুলো একের পর এক পাকিস্তানগামী ফ্লাইট বাতিল করছে।
এমিরেটস এর তথ্যমতে, দুবাই থেকে সিয়ালকোট, লাহোর, ইসলামাবাদ ও পেশোয়ারের ফ্লাইট বাতিল। শুধুমাত্র করাচি রুট খোলা। ইতিহাদ এর মতে, করাচি, লাহোর, ইসলামাবাদ রুট বন্ধ; কিছু ফ্লাইট ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ফলে যাত্রা দীর্ঘ হচ্ছে।
এদিকে কাতার এয়ারওয়েজ জানায়, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় দেশটির সব ফ্লাইট সাময়িক স্থগিত। সংস্থাগুলোর মতে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতীয় এয়ারলাইনসগুলোও বিশেষ করে উত্তরের রুটে সতর্কতা জারি করেছে। ধর্মশালা, লেহ, জম্মু, শ্রীনগর এবং অমৃতসর বিমানবন্দর বন্ধ, ফলে সব ফ্লাইটে প্রভাব পড়ছে।
পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যেতে গিয়ে ইউরোপ-এশিয়া রুটের ফ্লাইটগুলোও সময় ও জ্বালানি ব্যয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত দুই ডজন আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প পথে চালানো হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন এবং ব্যবসায়িক যোগাযোগও ক্ষতির মুখে পড়ছে।

Comments are closed.