ভারত পলাতক বঙ্গবন্ধুর খুনি মাজেদ গ্রেপ্তার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, মিরপুর সাড়ে ১১ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আবদুল মাজেদ ভারতে পালিয়ে ছিলেন বলে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে গণমাধ্যমকে বলেন, আমরা তাকে বাংলাদেশেই পেয়েছি। হয়ত করোনার ভয়ে চলে এসেছে।

You might also like

Comments are closed.