ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু হাজার ছাড়িয়ে

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৫৯ হাজার ৪৪৯ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ১৫১ জন। মোট আক্রান্ত ৩২ লাখ ৩৪ হাজার ৪৭৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩ হাজার ১৭৩ জন। এ নিয়ে দেশটিতে মোট ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৮ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বুধবার এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।

স্পেন, ফ্রান্স, ইতালি, ব্রিটেনের মতো দেশকে পেছনে ফেলে, মৃত্যুর হিসাবে বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে ভারত।

এখনও পর্যন্ত ভারতের মহারাষ্ট্রে মারা গেছেন ২২ হাজার ৭৯৪ জন, তামিলনাড়ুতে ৬ হাজার ৭২১, রাজধানী নয়াদিল্লিতে ৪ হাজার ৩৩০, কর্নাটকে ৪ হাজার ৯৫৮, অন্ধ্রপ্রদেশে ৩ হাজার ৪৮০, উত্তরপ্রদেশে ৩ হাজার ৫৯, গুজরাটে ২ হাজার ৯২৮, পশ্চিমবঙ্গে ২ হাজার ৯০৯ ও মধ্যপ্রদেশে ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.