ভারতে বিমান দুর্ঘটনায় কাঁদছে বিশ্ব ক্রীড়াঙ্গনও
ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকের ছায়া নেমেছে পুরো বিশ্বে। বৃহস্পতিবার (১২ জুন) আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে রওনা করেছিল। তবে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের পর মেঘানি নগর এলাকার বিজে মেডিক্যাল কলেজ হোস্টেলের ক্যানটিনের ওপর আছড়ে পড়ে। এখন পর্যন্ত সব মিলিয়ে ২০৯ জনের মৃতদেহ ও একজনকে জীবিত উদ্ধার করা গেছে। বাকি জনের এখনো পাওয়া যায়নি।
এদিকে মর্মান্তিক এই ঘটনায় শোক জানাচ্ছেন সবাই। মন কাঁদছে ক্রীড়াঙ্গনের তারকাদেরও। ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানিয়ে তাই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন তারা।
বিমান বিধ্বস্তের ঘটনায় ইনস্টাগ্রামে সমবেদনা জানান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি লেখেন, ‘আহমেদাবাদের খবর বেদনাদায়ক। মৃতদের পরিবারের জন্য প্রার্থনা এবং সমবেদনা রইল।’
ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিং এক্সে লিখেছেন, ‘আহমেদাবাদের বিমান দুর্ঘটনার হৃদয়বিদারক খবর। যাত্রী, ক্রু এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা এবং প্রার্থনা। কঠিন সময়ে তাঁরা যেন শক্তি পান।’
যুবরাজের সাবেক সতীর্থ ও ভারতের সাবেক বাঁহাতি পেসার ইরফান পাঠান লিখেছেন, ‘আহমেবাদের এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার সংবাদে গভীরভাবে শোকাহত। যাত্রী, ক্রু ও পরিবারদের জন্য প্রার্থনা।’
ভারতের সাবেক ক্রিকেটার ও ইরফান পাঠানের ভাই ইউসুফ পাঠান লিখেছেন, ‘আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ-লন্ডনগামী বিমান দুর্ঘটনার খবরে হতবাক। সমস্ত যাত্রী এবং বিমানকর্মীদের জন্য প্রার্থনা রইল।’
আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান শোক জানিয়ে লিখেছেন, ‘আহমেদাবাদের মর্মান্তিক দুর্ঘটনার খবরে সত্যিই ব্যথিত। নিহত ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা এবং প্রার্থনা। এই ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি পান।’
জনপ্রিয় ব্রিটিশ ক্রিকেট ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স লিখেছেন, ‘হায় ঈশ্বর…। এআই১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে থাকা সব পরিবারকে ঈশ্বর শক্তি দান করুন।’
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার বিমানে থাকা পরিবার এবং লোকদের জন্য প্রার্থনা। দুর্ঘটনার খবর শুনে আমার হৃদয় ভেঙে গেছে… প্রার্থনা প্রার্থনা প্রার্থনা।’
ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু লিখেছেন, ‘আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। আমি গভীরভাবে শোকাহত। ২৪২ জন নিহত ব্যক্তির পরিবারের জন্য প্রার্থনা। প্রত্যেক শোকাহত হৃদয়কে ভালোবাসা ঘিরে রাখুক।’
ভারতীয় কিংবদন্তি অফস্পিনার হরভজন সিং লিখেছেন, ‘আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত। সব ক্ষতিগ্রস্ত এবং তাঁদের পরিবারের জন্য আমার প্রার্থনা, যাঁরা অকল্পনীয় যন্ত্রণা ও ক্ষতি সহ্য করছেন। আসলে এমন কঠিন মুহূর্তে ক্ষতিগ্রস্তদের শক্তি, সাহস ও সমর্থন জোগানোর জন্য শব্দ যথেষ্ট নয়। মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার হৃদয় কাঁদছে।’
আইপিএলের দল গুজরাট টাইটানস লিখেছে, ‘আহমেদাবাদের বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্ত ও তাঁদের পরিবারের জন্য আমাদের প্রার্থনা।’
পাঞ্জাব কিংসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখা হয়, ‘আহমেদাবাদে হৃদয়বিদারক ঘটনা। যাত্রী, বিমানকর্মী এবং তাঁদের পরিবারের জন্য প্রার্থনা রইল।’
এছাড়াও সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেন সুরেশ রায়না, মোহাম্মদ সিরাজ, দীনেশ কার্তিক, ইশান্ত শর্মা, ভিনিশ ফোগাত, পিটি ঊষা প্রমুখ।

Comments are closed.