ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা :মির্জা ফখরুল
যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এখনও ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই তাকে ক্ষমা করা যায় না।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বুকের রক্ত দিয়ে নিজেদের অধিকার আদায় করেছে বাংলাদেশের মানুষ। তাদের সেই অর্জনকে খাটো করে দেখে ভারত যেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়।
ষড়যন্ত্র মোকাবিলায় সবার মাঝে আন্দোলনের সময়ের মতো দৃঢ় ঐক্য ধরে রাখার তাগিদ দেন বিএনপি মহাসচিব। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত দেন তিনি।

Comments are closed.