ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ৫৩০

ভারতে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৩০ জনের। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৪০১ জন।

আজ বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

এর আগে মঙ্গলবার ৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ হয় ভারতে। এর র বুধবার ফের ৩৫ হাজার ১৭৮ জন করোনাক্রান্ত হন। বাড়ছে করোনাক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যাও।  মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৪৩৭ জনের, বুধবার মৃত্যু হয় ৪৪০ জনের। এর পর একদিনের ব্যবধানে আগের দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে ৯০।

এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ২৩ লাখ ২২ হাজার ২৫৮ জন, মৃত্যু হয়েছে চার লাখ ৩৩ হাজার ৪৯ জন।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২১ কোটি ১ লাখ ২৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৫ হাজার ৮৭৪ জনের।

You might also like

Leave A Reply

Your email address will not be published.