ভারতের সঙ্গে খুবই ভালো সম্পর্ক আমাদের: মোমেন
‘ভারতের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক’ বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এই ভালো সম্পর্কের কারণে আমাদের পানি চুক্তি হয়েছে, সীমান্ত চুক্তি হয়েছে, সামুদ্রিক পানি চুক্তি হয়েছে। অনেক কিছু হয়েছে, আরও হবে। প্রতিবেশীর সঙ্গে সমস্যা থাকবেই কিন্তু সেগুলো ইতিবাচকভাবে দেখা উচিত।
চীনের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন আমাদের উন্নয়ন অংশীদার হিসেবে বিভিন্ন প্রকল্পে সাহায্য করে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে তারা ঠিকাদার হিসেবে কাজ করছে। অনেকের ধারণা, পদ্মা সেতু চীন করে দিচ্ছে যা ভুল ধারণা। আমরা আমাদের টাকায় করছি। তারা আমাদের ঠিকাদার, আমরা তাদের নিয়োগ করেছি।
শুক্রবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) এর অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘কেমন বাজেট চাই’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আলোচনা সভায় যুক্ত হয়ে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বাজেটের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে হবে, যেন এই বাজেটে জনগণের চাহিদার প্রতিফলন হয়।