‘ভারতের বি/রুদ্ধে আন্তর্জাতিক আদালতে মা/মলা করতে হবে’

জাতীয় নিরাপত্তা রক্ষার্থে গুম-খুনে অভিযুক্ত ২৮ সামরিক কর্মকর্তাদের সেফ এক্সিট দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে ও অতিদ্রুত দোষীদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল ইনকিলাব মঞ্চ।

সংবাদ সম্মেলনে ওসমান হাদি/সংগৃহীত

সেখানে ৫ দফা দাবি উত্থাপন করেছেন দলটির মুখপাত্র শরিফ উসমান হাদি। সেখানে উঠে এসেছে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি।

আজ শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই এই ৫ দফা উত্থাপিত হয়।

সে ৫ দফা হলো–

১. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কর্তৃক গুম-খুনের দায়ে অভিযুক্ত ২৮ জনকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।

০২. গুম-খুনে সরাসরি ইন্ডিয়ার সংশ্লিষ্টতা প্রতীয়মান হওয়ায় আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে।

০৩. পিলখানা ও গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সহ দায়িত্বপ্রাপ্ত সকলের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৪. পিলখানা কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন কোন ধরনের কাটছাঁট ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে জনসম্মুখে প্রকাশ করতে হবে।

৫. ক্যান্টনমেন্ট থেকে সেইফ এক্সিট দেয়া ৬২৬ জন সহ অন্যান্য অপরাধীদের ইন্টারপোলের মাধ্যমে অতিদ্রুত ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

You might also like

Comments are closed.