ভারতীয় হাইকমিশনারের মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন

বাংলাদেশের গৌরবমণ্ডিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। রবিবার তিনি মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে যান। এছাড়া শিখা চিরন্তনে বাংলাদেশের মুক্তির জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

জাদুঘরে থাকা বাংলাদেশি তরুণদের সাথে আলাপকালে তিনি বলেন, ০৬ ডিসেম্বর ভারত-বাংলাদেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত বাংলাদেশকে একটি সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

তিনি বলেন, বাংলাদেশের উদ্যমী তরুণরা দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করছে। ভারত-বাংলাদেশ অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে তিনি তাদের সমর্থন কামনা করেন।

প্রদর্শনীগুলোতে তরুণ, নারী, পুরুষ, শিশু ও সাধারণ মানুষদের সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে, যাদের সংগ্রামে জন্ম হয়েছিল একটি নতুন দেশ বাংলাদেশ।

You might also like

Comments are closed.