ভারতীয় ক্রিকেটারদের ‘অশোভন আচরণে’ ক্ষুব্ধ পাকিস্তান

চলমান এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ‘অশোভন আচরণের’ বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের ম্যানেজার নাভিদ আকরাম চীমা। রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।
গ্রুপ পর্বের ম্যাচটিতে একপেশে জয় তুলে নেয় ভারত। ম্যাচ শুরুর সময় টসের মঞ্চে দুই দলের অধিনায়কের করমর্দন এড়িয়ে যাওয়ার বিষয়টি সকলের নজর কাড়ে। ম্যাচ জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা নিজেদের সতীর্থদের সঙ্গে হাত মেলালেও পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে কোনো ধরণের আলাপচারিতা করেনি। একইভাবে, পাকিস্তানের ক্রিকেটাররাও একে অপরের সঙ্গে হাত মিলিয়ে ড্রেসিংরুমে চলে যান।
ম্যাচ শেষে পাকিস্তানের খেলোয়াড়রা ভারতের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোর জন্য অপেক্ষা করলেও ভারতের ক্রিকেটাররা ‍সেটি এড়িয়ে যান এবং ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেন।
ভারতের এমন আচরণে পাকিস্তান শিবিরে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং ম্যানেজার নাভিদ চীমা ভারতের খেলোয়াড়দের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানান। তিনি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। চীমার অভিযোগ, পাইক্রফট ম্যাচ শুরুর আগে দুই অধিনায়ককে টসে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন, যা খেলাধুলার চেতনার পরিপন্থী।
চীমা পিসিবি-প্রদত্ত বিবৃতিতে বলেন, ‘ভারতীয় খেলোয়াড়দের হাত মেলাতে অস্বীকৃতি জানানো খেলোয়াড়সুলভ আচরণের পরিপন্থী।’ ভারতের এই ‘অসহযোগিতামূলক আচরণের’ প্রতিবাদস্বরূপ ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় অংশ নেননি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা, যেখানে সাধারণত দুই দলের অধিনায়কেরা খেলা নিয়ে মতামত দেন।
You might also like

Comments are closed.