ভাবনা এখন প্রিন্সেস রোজি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এখন বড় পর্দাতেই বেশি ব্যস্ত থাকেন। সেই ধারাবাহিকতায় নতুন রূপে পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেত্রী। যাত্রাপালার শিল্পীদের সঙ্গে এবার ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমায় বড় পর্দায় দেখা যাবে তাকে।

যাত্রা শিল্পীদের নিয়ে নির্মিত সিনেমায় গ্ল্যামারাস প্রিন্সেস রোজি চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

জানা গেছে, ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নামে একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন ভাবনা। পরিচালনায় আসিফ ইসলাম। সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন এক যাত্রাপালার নায়িকার ভূমিকায়। বর্তমানে সিনেমাটির পোস্টপ্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটিতে একজন যাত্রাপালার নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির চরিত্রে মানানসই লুক দিতেই নিজের ওজন বাড়িয়েছেন ভাবনা।

তিনি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছিল ওজন না বাড়ালে চরিত্র প্রকাশিত হবে না। ফলে আমি নিজেই নির্মাতার সঙ্গে কথা বলে ৯ কেজি ওজন বাড়িয়েছি। চরিত্রটি দর্শক মনে রাখবে।’

চলতি বছরের জানুয়ারিতে ফরিদপুরের গোবিন্দপুরে নির্মিত হয়েছে যাত্রার সেট। সেখানে দৃশ্যধারণ শেষ হয়েছে। ভাবনা ছাড়া ছবির বেশির ভাগ শিল্পীই ছিলেন প্রকৃত যাত্রাশিল্পী।

You might also like

Comments are closed.