ভাইয়ের ধারাবাহিকে মোশাররফ করিম

’মাঠ ভরা ধান তার জল ভরা দিঘী’- এমন গ্রামে ভিন্ন শ্রেণী, পেশার মানুষ বসবাস করেন। আশিক শিকদার ডি ভি লটারিতে আমেরিকা পাড়ি দেন। দেশে ফিরে আসেন দশ বছর পর। তখন এই মানুষগুলোর জীবনে অন্যরকম মোড় আসে।

এই গ্রামে আয়োজন করা হয় বউ দৌড় প্রতিযোগিতা। এটা নিয়ে সবার মধ্যে খুব উৎসাহ দেখা গেলেও নিয়মের মারপ্যাচে অনেকের কপালেই চিন্তার ভাজ পড়ে। বউ দৌড় প্রতিযোগিতার আয়োজক আশিকের বড় ভাই রোকনের মেয়ে লিজার স্বাস্থ্য এতই শীর্ণকায় যে ইচ্ছা থাকলেও তার স্বামী জিহাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে লিজাকে বেশি বেশি খেয়ে অবশ্যই স্বাস্থ্য বাড়াতে হবে। যেটা মোটেও সহজ কোন কাজ নয়।

এমন হস্যরসাত্নক গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘বৌ দৌড়’। মানস পালের রচনায় গ্রামীন পটভূমির নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ভাই ও পরিচালক শামস্‌ করিম।

নাটকটিতে অভিনয় করেছেন মোশারফ করিম, সালহা খানম নাদিয়া, শামীম জামান, নওশীন ইসলাম দিশা, শতাব্দী ওয়াদুদ, রিমি করিম প্রমূখ। সোমবার থেকে বাংলাভিশনে প্রচার হবে নাটকটি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.