ভাইরাল ভিডিও থেকে সফল অভিনেত্রী, দানানিনের সাফল্যের গল্প

মাত্র তিনটি সংলাপ ‘ইয়ে হামারি কার হ্যায়’, ‘অউর ইয়ে হাম হ্যায়’ এবং ‘ইয়ে হামারি পাওরি (পার্টি) হো রহি হ্যায়’। এই সংলাপগুলো দিয়েই রাতারাতি তারকা বনে যাওয়া সেই মেয়েটি এখন পাকিস্তানের ছোট পর্দার এক সফল অভিনেত্রী।
তিনি আর কেউ নন, দানানির মোবিন। যার জন্ম ২০০১ সালের ২৭ ডিসেম্বর। পাকিস্তানের পেশওয়ারের এই তরুণী এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও বেশ জনপ্রিয়।
২০২১ সালে ইনস্টাগ্রামে একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে তার এই সংলাপগুলো একটি ইন্টারনেট মিম হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ‘পাওরি হো রহি হ্যায়’ (পার্টি হচ্ছে) নামের এই ভিডিওটি শুধু পাকিস্তান নয়, ভারতসহ অন্যান্য দেশেও ঝড় তুলেছিল। মুহূর্তেই দানানীর পরিচিত হয়ে ওঠেন ‘পাওরি গার্ল’ হিসেবে।
ভিডিওটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একই বছরে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন। সামরিক বাহিনী ভিত্তিক সিরিজ ‘সিনফ-ই-আহান’ এ সহ-অভিনেত্রী হিসেবে অভিনয় করে নিজের মেধার প্রমাণ দেন। এই অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ উদীয়মান প্রতিভার জন্য সম্মানজনক লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতে নেন।
এরপর দানানিরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০২৩ সালে এমডি প্রোডাকশনসের রোমান্টিক ড্রামা সিরিজ ‘মুহাব্বত গুমশুদা মেরি’ -তে জোবিয়া চরিত্রে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেন।
পরের বছর তিনি একই ব্যানারের ‘ভেরি ফিল্মি’ ও ‘মিম সে মোহাব্বত’ প্রধান চরিত্রে অভিনয় করেন। ‘মিম সে মোহাব্বত’ এ অভিনয় করে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও বেশ জনপ্রিয়তা পায়।
মিম সে মোহাব্বত ওয়েব সিরিজ
ফ্যাশন, মেকআপ থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য নানা বিষয়ে ভিডিও পোস্ট করে দানানীর বর্তমানে একজন সফল সোশ্যাল ইনফ্লুয়েন্সার। ‘পাওরি’ মন্তব্যের মাধ্যমে ভাইরাল হওয়া এই তরুণী খুব কম সময়েই নিজের অবস্থান মজবুত করে নিয়েছেন পাকিস্তানি শোবিজ অঙ্গনে।
You might also like

Comments are closed.