ভাইরাল ছবিগুলো কি রুনা খানের? যা জানা গেল
জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। পর্দায় এখন নিয়মিত দেখা যায় তাকে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় এ অভিনেত্রী। তিনি তার ব্যক্তিগত ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করেন।
বিশেষ করে, ওজন কমানোর পর থেকে তার ছবি ও ভিডিওগুলো বেশ আলোচনার সৃষ্টি করেছে। সম্প্রতি রুনা খানের কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ছবিগুলো তার নয় বলেই জানাচ্ছে ফ্যাক্ট চেকিং সাইট রিউমর স্ক্যানার।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো রুনা খান নয়। বরং, ইন্টারনেট থেকে ভারতীয় এক অভিনেত্রীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে রুনা খানের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে ‘Real बनारसन mamtarai’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১০ জুন প্রকাশিত কিছু ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য লক্ষ্য করা যায়। ছবিতে উক্ত নারীর মূখমণ্ডলে পার্থক্য ছাড়া অন্য সব উপাদানে মিল খুঁজে পাওয়া যায়।
ভারতে বসবাসকারী মমতা রায় নামের এই নারী একজন অভিনেত্রী। অর্থাৎ, মূল ছবিগুলো মমতা রায় নামের ভিন্ন এক নারীর।
অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মমতা রায়ের ছবির ওপর রুনা খানের মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে সম্পাদিত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে। সুতরাং, অভিনেত্রী রুনা খান দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিগুলো সম্পাদিত। এগুলো তার নয়।
বর্তমানে অভিনয় নিয়ে প্রচণ্ড ব্যস্ত রুনা খান। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যেখানে রুনা খানের অভিনয় কুড়িয়েছে প্রশংসা। পাশাপাশি ‘পাপ কাহিনী’ ও ‘নীলপদ্ম’-এর মতো কাজেও দেখা গেছে তাকে।

Comments are closed.