ভর্তি হতে স্কুলে হাজির হাতির ছানা !

কেরালার চেকাদি গ্রামের একটি সরকারি স্কুলে হঠাৎ হাজির একটি হাতির শাবক। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী যেমন আনন্দিত হয়ে ওঠেন, তেমনি উদ্বেগও ছড়িয়ে পড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

চেকাদি গ্রাম কেরালা কর্ণাটক সীমান্তের পুল্পল্লি থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। গ্রামটি তিন দিক থেকে জঙ্গলে ঘেরা। স্থানীয়রা জানান, প্রায়ই হাতির পাল গ্রামটির আশপাশে ঘুরে বেড়ায়। তবে স্কুলের ভেতরে হাতির শাবক ঢুকে পড়ার ঘটনা এবারই প্রথম।

প্রায় ১১৫ শিক্ষার্থীর ওই স্কুলের এ ঘটনায় শিক্ষকরা দ্রুত ব্যবস্থা নেন। তারা শিশুদের নিরাপদে শ্রেণীকক্ষে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন। একজন প্রি প্রাইমারি শিক্ষিকা জানান, স্থানীয় লোকজন আগে থেকেই সতর্ক করেছিলেন। তিনি বলেন, দুপুরের খাবারের পরপরই শাবকটি স্কুলে ঢোকে। তাই বাচ্চাদের সামলানো সহজ হয়েছিল। শাবকটি স্কুলের বারান্দায় ঘুরে বেড়ায়।

স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, প্রথমে তাদের আশঙ্কা ছিল হাতির পুরো পাল হয়তো অনুসরণ করে চলে আসবে। প্রায় এক ঘণ্টা সবাই দুশ্চিন্তায় থাকলেও শাবকটি শান্ত ছিল। তিনি একরকম কৌতুক করেই জানান, মনে হচ্ছিল যেন ভর্তি চাইছে!

পরে বন বিভাগের কর্মকর্তারা এসে শাবকটিকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, শাবকটি পাল থেকে বিচ্ছিন্ন হয়ে পথ হারিয়ে ফেলেছিল।

অন্যদিকে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল দারুণ মজার। একজন মন্তব্য করেন, ‘জিজ্ঞেস করো ভর্তি হবে কি না!’ আরেকজন লিখেছেন, ‘আশা করি মা হাতি কাছেই ছিল, না হলে শাবকটিকে জঙ্গলে ফেরানো বেশ ঝুঁকিপূর্ণ ছিল।’ আবার কেউ রসিকতা করে লিখেছেন, ‘ভর্তি হতে চাইছে। ক্লাসে বসিয়ে দাও, আর কোনোদিন ফিরবে না।’

সূত্র: এনডিটিভি

You might also like

Comments are closed.