ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়া

ভয়াবহ বন্যার কবলে পড়েছে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য। এতে বাড়িঘর ছাড়তে হয়েছে হাজার হাজার বাসিন্দাদের। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেলান্তান।

চলমান বন্যায় সোমবার (২৪ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ১০,৪৬৯ জন মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে, যা গতরাতে প্রায় ৯,০০০ থেকে বৃদ্ধি পেয়েছে।

উত্তর-পূর্ব মৌসুমি বর্ষণের কারণে তুমপাট, কোটা বারু, পাশোর পুতিহ এবং বাচোক জেলায় বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় ৮,২৪৮ জন বন্যাকবলিত মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্যে ৩৩টি অস্থায়ী ত্রাণকেন্দ্র খোলা হয়েছে।

পেরাক, মানজুং, পেরাক তেঙ্গাহ, লারুত-মানতাং-সেলামা ও বাতাং পদাং জেলার ৯৪৬ জন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

উত্তরাঞ্চলে কেদাহর কুলিমে ৩৪২ জন, পেরলিসের পদাং বেসার ও কাংগারে ৩১০ জনকে সরানো হয়েছে। পেনাংয়েও বন্যার প্রভাব পড়েছে, যেখানে সেবেরাং পেরাই থেকে ২৪২ জনকে ত্রাণকেন্দ্রে নেওয়া হয়েছে।

এ ছাড়া সোমবার সকালে তেরেঙ্গানুর বেসুতে ২৮২ জন এবং সেলাংগরের সাবাক বেরনামে ৫৫ জন বন্যার কারণে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

 

You might also like

Comments are closed.