ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মেক্সিকো

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মেক্সিকোর দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। এখনও নিখোঁজ অন্তত ৬৫জন। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১ লাখ ঘরবাড়ি।

রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হওয়া মৌসুমি ঝড়বৃষ্টিতে তৈরি হয় এই বন্যা পরিস্থিতি। উপচে পড়ে নদীসহ বিভিন্ন জলাধারের পানি। ভূমিধসও হয় অনেক এলাকায়।

ভয়াবহ বন্যায় বন্ধ হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ সড়ক। বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়ে অনেক এলাকা। উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগ ও স্বেচ্ছাসেবীরা। দুর্যোগ কবলিত এলাকাগুলো থেকে সরিয়ে নেয়া হচ্ছে আটকে পড়া মানুষদের। বিদ্যুৎ সংযোগ চালু হয়েছে কিছু এলাকায়।

সূত্র: আল জাজিরা।

You might also like

Comments are closed.