ভক্ত-অনুরাগীদের যে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী

২০১২ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে বিনোদন জগতের পা রাখেন তানিয়া বৃষ্টি। এরপর ‘ঘাসফুল’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু। সিনেমায় বেশ কয়েকটি কাজ করলেও নিয়মিত হতে পারেননি অভিনেত্রী। থিতু হয়েছেন ছোটপর্দায় নাটক-ওটিটি ওয়েব সিরিজে।

কয়েক বছর ধরে নাটকের নিয়মিত মুখ তানিয়া। সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে এক সাক্ষাৎকারে অভিনয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি। এ অভিনেত্রী জানালেন বিয়ের পর আর অভিনয় করতে চান না তিনি। পুরোপুরি মনোযোগ দিতে চান সংসারে।

এমনকি দেশের বাইরেও স্থায়ী হতে চান অভিনেত্রী। তানিয়া বৃষ্টি বলেন, বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয়, সংসার ও ক্যারিয়ার দুটি বিষয় একসঙ্গে চালিয়ে যেতে পারব না।

অভিনেত্রী বলেন, আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার, তা করে যেতে চাই। এরপর বিয়ে করে সংসারে মন দেব। ইচ্ছা রয়েছে দেশের বাইরেও সেটেল হওয়ার।

ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়েছে, অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেম করছেন তানিয়া বৃষ্টি। বিয়ে করে সংসার করছেন তারা দুজনে। শুটিংয়ের বাইরেও একসঙ্গে দেখা যায় তাদের।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, এসব গুজব। এমনকি তারা দুজন একসঙ্গে নাটক করাও বন্ধ করে দেন। এরপর গুঞ্জন ছড়ায়— অভিনেতা শামিম হাসান সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া বৃষ্টি। কয়েক মাস আগে শামিম বিয়ে করলে থামে সেই গুঞ্জন।

সহকর্মীদের সঙ্গে প্রেমের গুঞ্জনে অভিনেত্রী বলেন, আমি যাদের সঙ্গে কাজ করি, তারা সবাই আমার খুব কাছের মানুষ। তাই হয়তো গুজব ছড়ায়।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তানিয়া বৃষ্টি। তবে সেই সংসার টেকেনি। এক বছরের মাথায় বিচ্ছেদ হয় তাদের।

You might also like

Comments are closed.