ব্রেথিং থেরাপি নিয়েছেন করোনা আক্রান্ত জাফরুল্লাহ, সঙ্গে চলছে ডায়ালাইসিসও
কোভিড-১৯ আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও স্ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শ্বাসকষ্ট। তিনি ব্রেথিং (শ্বাস-প্রশ্বাস) থেরাপি নিয়েছেন।সেই সঙ্গে দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভোগা এই প্রবীণ মুক্তিযোদ্ধা ডায়ালাইসিসও করিয়েছেন।
শনিবার রাতে তিনি এসব চিকিৎসা নিয়েছেন।গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এই তথ্য তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়েছে, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত। করোনায় আক্রান্ত হওয়ার পর ৩০ মে তিনি তৃতীয়বারের মতো ডায়ালাইসিস করিয়েছেন এবং ব্রেথিং থেরাপি নিয়েছেন। তিনি শনিবার রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অবস্থান করেন।
এর আগে ২৬ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা দেয়া হয়। এদিন সন্ধ্যায় তার শরীরে ও পজিটিভ রক্তের ২০০ মিলি প্লাজমা দেয়া হয়।
ঈদুল ফিতরের পরদিন জানা যায় ডা. জাফরুল্লাহ করোনা আক্রান্ত। গণস্বাস্থ কে্ন্দ্রের উদ্ভাবিত র্যাপিক টেস্টিং কিট ও এবং বিএসএমএমইউর পরীক্ষায় ধরা পড়ে তার করোনা পজিটিভ। এরপর থেকে বাসায়ই আইসোলেশনে রয়েছেন ডা. জাফরুল্লাহ।