ব্রাহ্মণবাড়িয়ায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকায় সোমবার সকালে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস বরযাত্রী নিয়ে আখাউড়ার দিকে যাচ্ছিলেন। পথে সুলতানপুর-আখাউড়া সড়কের কোড্ডা রেলক্রসিং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় আহতদের কারো অবস্থাই গুরুতর নয় বলে জানান তিনি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.