ব্রাজিল দলে ফিরলেন ভিনি, জায়গা হয়নি নেইমারের

‘ইনজুরি’ নামক অভাগা শব্দটি যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে নেইমারের সাথে। চোটের সাথে লড়াই করে ফিরেছিলেন মাঠে। আবারও নতুন করে চোটের কবলে পড়েছেন ব্রাজিলিয়ান এই গোল্ডেন বয়। তাই তো ২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলা তৈরি হয়েছে সংশয়। এই চোটের কারণে চলতি বছরের নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে সেলেসাও তারকাকে। ব্রাজিল তথা পুরো ফুটবল বিশ্বে এখন কোটি টাকার প্রশ্ন বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের জার্সি গায়ে দেখা যাবে তো নাইমারকে? ফিট হয়ে ফিরতে পারবেন কি এই ফুটবল যোদ্ধা?

এদিকে শেষ হয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। দেশগুলোর চোখ এখন প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি সেরে নেয়ার। অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও জাপান। এশিয়ান দুই প্রতিপক্ষের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। ফের সেলেসাও স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের।

আনচেলত্তির দলে ভিনি-রদ্রিগোরা ফিরলেও এবারও জায়গা মেলেনি নেইমার জুনিয়রের। গত সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে বিশ্রামে ছিলেন ভিনিসিয়ুস। অন্যদিকে এই মৌসুমে মাদ্রিদের হয়ে নিয়মিত না খেলায় দলে জায়গা পাননি রদ্রিগো। তবে এবার দুজনকেই রেখেছেন কোচ।

দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের আরেক খেলোয়াড় এদের মিলিতাও। নতুন চমক হিসেবে ডাক পেয়েছেন নটিংহ্যাম ফরেস্টের ফরোয়ার্ড ইগর হেসুস। ইংলিশ ক্লাবে যোগ দেয়ার পর মাত্র দুই ম্যাচে চার গোল করেছেন তিনি।

ছাব্বিশ বিশ্বকাপে আবারও দেখা যাবে নেইমারের পায়ের জাদু, তার উপস্থিতিতে জ্বলে উঠবে ব্রাজিল— এমন আশায় বুক বেঁধে আছেন ভক্তরা। তবে বাস্তবতা একেবারেই ভিন্ন। ২০২৩ সালের পর থেকেই ছিটকে গেছেন জাতীয় দল থেকে। মাঝে সান্তোসের হয়ে মাঠের পারফরম্যান্সে ফিরে আসার ইঙ্গিত দিলেও জাতীয় দলের স্কোয়াড ঘোষণার সময়ই নেইমারের সঙ্গী সেই অভাগা চোট। তাই এবারও বাঁ পায়ের ঊরুতে ইনজুরি থাকায় তাকে দলে রাখেননি সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি।

নেইমার ছাড়াও কপাল পুড়েছে আরও অনেক তারকা ব্রাজিলিয়ানের। জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার, রাফায়েল রাফিনিয়া ও মার্কিনিয়োসের। প্রিমিয়ার লিগের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন বেকার। হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় তিন সপ্তাহ বাইরে থাকতে হবে রাফিনিয়াকে। সেই সাথে ছিটকে গেছেন পিএসজি’র হয়ে খেলা ডিফেন্ডার মার্কিনিয়োসও।

গত মে মাসে আনচেলত্তি সেলেসাওদের দায়িত্ব নেয়ার পর তার অধীনে ৪ ম্যাচ খেলেছে ব্রাজিল। যেখানে ২ জয়ের পাশাপাশি একটি করে ড্র ও হার দেখেছে সেলেসাওরা।

দুই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড—
গোলকিপার: এদেরসন, বেন্তো, হুগো সউজা।
ডিফেন্ডার: কার্লোস আগুস্তো, এদের মিলিতাও, কাইয়ো হেনরিক, ভেন্দারসন, ডগলাস সান্তোস, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালায়েস, বেরালদো, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেশ, জোয়েলিনটন, কাসেমিরো, জোয়াও গোমেস, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এস্তেভাও মেসিনিও, গ্যাব্রিয়েল মার্তিনেলি, ইগর হেসুস, লুইজ হেনরিক, মাতেউস কুনিয়া, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র।

উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর ১৪ অক্টোবর টোকিওতে তাদের আতিথ্য দেবে জাপান।

You might also like

Comments are closed.