ব্যালন ডি’অর দৌড়ে এগিয়ে যারা

ব্যালন ডি’অর—ফুটবলজগতে ব্যক্তিগত সর্বোচ্চ সম্মানের প্রতীক। এই ট্রফি যারা ঘরে তুলেছেন, তাদের নামের পাশে যুক্ত হয়েছে কিংবদন্তির তকমা। গত দেড় দশক ধরে এই ট্রফি মানেই ছিল মেসি বনাম রোনালদো। লিওনেল মেসি জিতেছেন রেকর্ড ৮ বার, ৫ ট্রফি নিয়ে ঠিক তারপরেই আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সময় বদলেছে। এবার মঞ্চে উঠেছে নতুন কিছু মুখ।

২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের ফলে ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে এখন রাজত্ব করছে কাতালান ক্লাব বার্সেলোনা। মৌসুম জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স, শিরোপা জয়ের সম্ভাবনা এবং ব্যক্তিগত পরিসংখ্যানে এগিয়ে থাকার সুবাদে কাতালান ক্লাবটির তিনজন ফুটবলারই জায়গা করে নিয়েছেন শীর্ষ চারে।

ফুটবলবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোলডটকম-এর সর্বশেষ ব্যালন ডি’অর র‌্যাঙ্কিং অনুযায়ী, শীর্ষ স্থানে রয়েছেন পিএসজির সাবেক বার্সা তারকা উসমান দেম্বেলে। যিনি আগের মাসে ছিলেন দ্বিতীয় স্থানে। মৌসুমে এখন পর্যন্ত ৩৫ গোল ও ১১ অ্যাসিস্ট করেছেন তিনি। ইতোমধ্যেই জিতে নিয়েছেন লিগ শিরোপা ও ট্রফি দে চ্যাম্পিয়নস।

র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনার তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। যিনি আগের মাসে ছিলেন তৃতীয় নম্বরে। তিনি মৌসুমে এখন পর্যন্ত ১৬ গোল ও ২৫ অ্যাসিস্ট করেছেন। ইতোমধ্যেই জিতে নিয়েছেন সুপারকোপা দে এস্পানিয়া ও কোপা দেল রে’র শিরোপা। সামনে রয়েছে লিগ শিরোপা। এছাড়াও সুযোগ রয়েছে চ্যাম্পিয়নস লিগ জয়ের।

তৃতীয় স্থানে আছেন আরেক বার্সা তারকা ব্রাজিলিয়ান রাফিনহা। যিনি আগের মাসে ছিলেন শীর্ষে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৫ গোল ও ২৫ অ্যাসিস্ট করেছেন তিনি। ইতোমধ্যে সুপারকোপা দে এস্পানিয়া ও কোপা দেল রে’র শিরোপা ঘরে তুলেছেন। সামনে রয়েছে লিগ শিরোপা। এছাড়াও সুযোগ রয়েছে চ্যাম্পিয়নস লিগ জয়ের।

চতুর্থ স্থানে রয়েছেন স্পেনের বার্সা তারকা পেদ্রি। যিনি আগের মৌসুমে ছিলেন ষষ্ঠ স্থানে। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনি ৬ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন। ইতোমধ্যে সুপারকোপা দে এস্পানিয়া ও কোপা দেল রে’র শিরোপা জিতেছেন। সামনে রয়েছে লিগ শিরোপা। এছাড়াও সুযোগ রয়েছে চ্যাম্পিয়নস লিগ জয়ের।

বার্সা একাই দখলে রেখেছে শীর্ষ চারের তিনটি জায়গা! তবে পঞ্চম স্থানে লড়াই জমিয়ে রেখেছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। মৌসুমে ৩৬ গোল ও ২৪ অ্যাসিস্ট। জিতেছেন প্রিমিয়ার লিগ, যদিও ইতোমধ্যে তার দল চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে।

ষষ্ঠ থেকে দশম—সেখানে এক ঝাঁক তারকা। বার্সার লেভানদোভস্কি, পিএসজির দোনারুম্মা, বায়ার্নের হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, এবং নুনু মেন্ডেস।

অবাক করা ব্যাপার—সেরা দশে নেই রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র বা জুড বেলিংহাম!

ব্যালন ডি’অর জয়ের লড়াই যতই জমে উঠছে, ততই স্পষ্ট হচ্ছে এ মুহূর্তে বিশ্বফুটবলে সবচেয়ে আলোচনায় থাকা ক্লাব বার্সেলোনা।

You might also like

Comments are closed.