ব্যালন ডি’অরে ইতিহাস গড়লেন ইয়ামাল

বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল লিখলেন নতুন ইতিহাস। দ্বিতীয়বারের মতো জিতে নিলেন ২১ বছরের নিচের সেরা ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি। মাত্র ১৮ বছর বয়সেই তিনি হয়ে গেলেন ট্রফিটি দুবার জেতা প্রথম ফুটবলার।

গত বছর প্রথমবার পুরস্কার জেতার পর থেকেই ইয়ামালকে ঘিরে ছিল প্রত্যাশা। এবারের আসরে শক্ত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ পর্যন্ত সবার ওপরে উঠে এলেন এই কাতালান ফরোয়ার্ড। ফাইনাল তালিকায় ছিলেন তারই সতীর্থ পাও কুবারসি, পিএসজির জোয়াও নেভেস ও দেজিরে দুএ, ব্রাজিলিয়ান প্রতিভা এস্তেভাও এবং তুর্কি ফরোয়ার্ড কেনান ইয়িলদিজ। তবে সেরা হিসেবে ঘোষিত হলেন ইয়ামালই।

পুরস্কার হাতে নিয়ে মঞ্চে ইয়ামাল বললেন, ‘আবারও এখানে দাঁড়াতে পারাটা আমার জন্য গর্বের। ধন্যবাদ বার্সেলোনাকে, জাতীয় দলকে, আমার পরিবারকে, সতীর্থদের—বিশেষ করে রাফিনিয়া ও কুবারসিকে—আর অবশ্যই হ্যান্সি ফ্লিককে।’

ইয়ামাল এখনো কেবল ১৮। অর্থাৎ সামনে আরও তিন বছর রয়েছে এই পুরস্কার জেতার সুযোগ। তবে তার লক্ষ্য নিছক কোপা ট্রফি নয়, বরং সবচেয়ে বড় সম্মান—ব্যালন ডি’অর। এবারের আসরেও তিনি মনোনীত হয়েছেন ঐতিহাসিক সেই পুরস্কারের জন্য।

২০১৮ সালে প্রথমবার কোপা ট্রফি চালু হয়। তখন জিতেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এরপর থেকে পুরস্কারটির ওপর আধিপত্য বিস্তার করেছে বার্সেলোনা—পেদ্রি, গাভি ও ইয়ামাল মিলে ছয় আসরের মধ্যে চারবারই নিয়ে এসেছেন কাতালুনিয়ায়।

ফুটবলের নতুন যুগের প্রতীক হয়ে উঠেছেন ইয়ামাল। বার্সার সমর্থকদের আশা, আজ হয়তো তার হাতেই উঠবে সেই স্বপ্নের ট্রফি—ব্যালন ডি’অর।

You might also like

Comments are closed.