আইনশৃঙ্খলা স্থিতিশীল এবং ব্যবসা-বিনিয়োগের পরিবেশ ফিরিয়ে আনা এবং ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে নির্বাচিত সরকার জরুরি বলে মত দিয়েছেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও পেশাজীবীরা। তারা বলছেন, অন্তত জরুরি সংস্কার শেষ করে নির্বাচন করাই ভালো। অবশ্যই সুষ্ঠু নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার পাশাপাশি ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে।
আসন্ন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়ে তারা জানান, গুরুত্বপূর্ণ সংস্কারের পর ২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের প্রথম দিকে দেশে সাধারণ নির্বাচনের আয়োজন করা হবে।
গত আগস্টের শুরুতে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের প্রধান বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের বিষয়ে এই ঘোষণা দেন।
উচ্চ মূল্যস্ফীতি, ক্রয়ক্ষমতা কমে যাওয়া, সুদের হার বাড়ানো ও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির ধীরগতির কারণে সম্প্রতি দেশের অর্থনীতি মন্দায় ভুগছে। বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির আরেক সূচক মূলধনী যন্ত্রপাতি আমদানিও মন্দার দিকে।
অক্টোবরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১০ দশমিক শূন্য নয় শতাংশ থেকে কমে আট দশমিক তিন শতাংশ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এলসি ৩৩ শতাংশ কমে ৫৮২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি ফারুক হাসান বলেন, অন্তত জরুরি সংস্কার শেষ করে নির্বাচন করাই ভালো। অবশ্যই সুষ্ঠু নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার পাশাপাশি ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে।
বিএবি চেয়ারম্যান আবদুল হাই সরকার
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার মনে করেন, প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমায় গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের সুযোগ আছে। ব্যবসায়ীরা ঘোষিত সময়সীমার সমালোচনা করছেন না। সবাই জানেন, এই উদ্যোগ তাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। নির্বাচিত সরকারের জন্য তা সহজ।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমও একই মত পোষণ করে বলেন, রাষ্ট্রবিষয়ক কার্যক্রম অবশ্যই নির্বাচিত সরকারের দ্বারা পরিচালিত হতে হবে। তবে সংস্কারে আরও সময় লাগলে নির্বাচন আয়োজনেও সময় লেগে যেতে পারে।
কামরান টি রহমান
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরান টি রহমান বলেন, ব্যবসায়ীরা চান অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুক।
প্রিমিয়ার সিমেন্ট মিলসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আমিরুল হক বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে এবং তা খুবই বিচক্ষণ। জনরায়ের মাধ্যমে স্থিতিশীল সরকার খুবই প্রয়োজন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অর্থনীতির প্রবৃদ্ধি নিশ্চিত করা যায়।
জনগণ আশা করে অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে।
ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাভেদ আখতার বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকারের সুপারিশ করা কিছু সংস্কার বাস্তবায়নের মাধ্যমে দেশে ভালো ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ গড়ে তুলতে পারে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অর্থনৈতিক অনিশ্চয়তা দূর হবে। সংস্কারের ধারাবাহিকতাও গুরুত্বপূর্ণ। আশা করা যায়, পরবর্তী নির্বাচিত সরকার সংস্কার চলমান রাখবে এবং আন্তরিকভাবে তা বাস্তবায়ন করবে।