বোল্যান্ডকে নিয়ে অ্যাডিলেডে নামছে অস্ট্রেলিয়া

দ্বিতীয় টেস্টে সুযোগ পেলেন ৩৫ বছর বয়সি এই পেসার

বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে মাঠে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। শুক্রবার (৬ ডিসেম্বর) অ্যাডিলেডে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগেরদিন একাদশ দিয়েছে অস্ট্রেলিয়া।

প্রথম টেস্টে বড় হারের পর দ্বিতীয় টেস্টে একাদশে একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। ইনজুরির কারণে দিবারাত্রির এই টেস্ট থেকে ছিটকে গেছেন হ্যাজেলউড। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্কট বোল্যান্ড।

বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে বড় ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। এরপর হ্যাজেলউড ইনজুরির কারণে ছিটকে যান। তার জায়গায় এবার দ্বিতীয় টেস্টে সুযোগ পেলেন স্কট বোল্যান্ড। ২০২৩ সালের অ্যাশেজের পর আবারও একাদশে জায়গা পেলেন ৩৫ বছর বয়সি এই পেসার।

এদিকে ইনজুরির শঙ্কা থাকলেও দ্বিতীয় টেস্টে একাদশে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ। তবে নেটে তাকে শুধু ব্যাট করতে দেখা গেছে। কথা ছিল, মার্শ না খেললে দলে অভিষেক হতে পারে বেন ওয়েবস্টারের। তাসমানিয়ার এই অলরাউন্ডারের অভিষেকের অপেক্ষা আরও বাড়ল।

অস্ট্রেলিয়া দলের মূল সমস্যা তাদের ব্যাটিংয়ে। দীর্ঘদিন ধরে ছন্দে নেই লাবুশেন, স্মিথ, খাজারা। তবে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও তাদের উপরই ভরসা রাখছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।

দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ : প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান ম্যাকাসুইনি, উসমান খাজা, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।
প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান ম্যাকাসুইনি, উসমান খাজা, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।

You might also like

Leave A Reply

Your email address will not be published.