বৈঠক করতে কাল ইসিতে যাবে জামায়াতের প্রতিনিধিদল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল বৈঠক করতে বৃহস্পতিবার (আজ ১৩ ফেব্রুয়ারি) র্বাচন কমিশনে (ইসি) যাবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধিদলটি সকাল ১০টায় ইসিতে যাবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
বৈঠক শেষে নির্বাচন কমিশন ভবনের সামনে জামায়াতের সেক্রেটারি জেনারেল প্রেস ব্রিফিং করবেন বলেও জানানো হয়।

Comments are closed.