বেশী মানুষের মাঝে নার্ভাস হয়ে যাই: সাবিলা নূর

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। শোবিজাঙ্গনে লম্বা সময়ের এই পথচলায় কেবল সিনেমায় নাম লেখানো বাকি ছিল সাবিলার।

 

সেই অপূর্ণতাটুকুও পূর্ণ হয়েছে। প্রথমবারের মতো ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার এক পডকাস্টে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।
পডকাস্টে সাবিলা নূর জানান, তিনি ইন্ট্রোভার্ট। তার কথায়, ‘যারা হয়ত আমাকে ব্যক্তিগত ভাবে চেনেন না। আমি শুরু থেকেই এরকম কিছুটা ইন্ট্রোভার্ট এবং অনেক স্পেশে গেলে হয়তো বা নার্ভাস হয়ে যায়।’
তিনি বলেন, ‘কিংবা একটু কনফিউজ থাকি বা একটু ভয়ে থাকি সেটা আসলে ভাব বা কিছু না। আমি ইন্ট্রোভার্ট দেখে হয়ত আমার একটু সময় লাগে একটা জায়গায় মানিয়ে নিতে। কিন্তু ব্যক্তিগত ভাবে যখন কারো সাথে ক্লোজ হই তখন আমি একেবারে ভিন্ন একজন মানুষ।’
অভিনেত্রীর ভাষ্যে, ‘আমি এখন ভালো একটা সিনেমা করেছি, আমাকে মানুষজন দেখছেন বা পছন্দ করছেন। হয়ত একবছর পরে আমার যদি ভালো কোনো কাজ না আসে হয়ত আমাকে মনে রাখবে না।’
You might also like

Comments are closed.