বেশি দামে মাস্ক বিক্রি করলে ১ বছর জেল, ৮ লাখ টাকা জরিমানা!

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে মাস্কের চাহিদা তুঙ্গে। এনিয়ে অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভের আশায় ইচ্ছে মত দাম বাড়িয়ে দিয়েছে। এর জেরে জাপান সরকার অসাধু ব্যবসায়ীদের শায়েস্তা করতে ব্যবস্থা গ্রহণ করেছে।

দেশটিতে বেশি লাভের আশায় মুখে ব্যবহারের মাস্ক কেউ কিনে তা পরে বিক্রি করলে অপরাধ হিসেবে গণ্য হবে। এজন্য দায়ী ব্যক্তিকে এক বছর কারাদণ্ড অথবা ১০ লাখ ইয়েন (৯ হাজার ৫৬০ ডলার) জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে।

আগামী ১৫ মার্চ থেকে জাপানে এই বিধান কার্যকর হবে। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.