বেলুচিস্তান লিবারেশন আর্মিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং গোষ্ঠীটির সামরিক শাখা মাজিদ ব্রিগেডকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই স্বাধীন বেলুচিস্তান গঠনের লক্ষ্যে লড়াই করছে বেলুচ আর্মি। তাদের দমন করতে নাভিশ্বাস উঠেছে পাকিস্তান সেনাবাহিনীর। এবার পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের যুক্তরাষ্ট্র সফর চলাকালীনই বেলুচদের সন্ত্রাসী তকমা দিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, “আজ (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয় বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-কে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী (ফরেইন টেরোরিস্ট অরগানাইজেশন-এফটিও) এবং এর সামরিক শাখা মাজিদ ব্রিগেডকে স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরোরিস্ট অরগানাইজেশন (এসডিজিটি) হিসেবে তালিকাভুক্ত করেছে।”

বিবৃতির তথ্যানুসারে, ২০১৯ সালেই বিএলএকে এসডিজিটি তালিকাভুক্ত করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এই তালিকায় থাকা অবস্থাতেই ২০২৪ সালে করাচি বিমানবন্দরের কাছে এবং বেলুচিস্তানের গাওদার বন্দর কর্তৃপক্ষের কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলা চালায় বিএলএ। তারপর ২০২৫ সালের মার্চে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী ট্রেন জাফর এক্সপ্রেস দখল করে ৩১ জন বেসমারিক নাগরিককে হত্যা ও ৩০০ যাত্রীকে জিম্মি করার ঘটনার সঙ্গে বিএলএ এবং মাজিদ ব্রিগেড সরাসরি সংশ্লিষ্ট।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে সন্ত্রাসী তকমা দেয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবেই ওই ব্যক্তি বা গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সম্পত্তি ক্রয়ে নিষেধাজ্ঞা জারি হয়ে যায়। পাশাপাশি যেকোনও সময় ওই ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানও চালাতে পারে যুক্তরাষ্ট্র। বেলুচিস্তান জাতীয়তাবাদী এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে এ বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ইউএস স্টেট ডিপার্টমেন্টআল-জাজিরাওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ

You might also like

Comments are closed.