বেনাপোল স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে দেশের সবচেয়ে বড় বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ যাবতীয় কার্যক্রম।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

 

তিনি জানান, ঈদ উপলক্ষে ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং কাস্টমস ও বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১৫ জুন (রোববার) সকাল থেকে পুনরায় বন্দর কার্যক্রম শুরু হবে।

৪ জুন (বুধবার) বিকেল থেকেই কার্যত পণ্য চলাচল বন্ধ হয়ে যাবে। এ সময় বন্দর, কাস্টমস ও ব্যবসায়ীদের অনেকেই ছুটিতে চলে যাবেন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি-রপ্তানি কার্যক্রম ঈদের ছুটির মধ্যেও সীমিত আকারে চালু রাখার নির্দেশ দিলেও, বাস্তবে ব্যবসায়ীরা ছুটিতে থাকায় কার্যক্রম প্রায় বন্ধই থাকবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। ঈদের আগে-পরে ট্রাক চলাচল বন্ধ ও শ্রমিক সংকট থাকায় পণ্য ডেলিভারিও কার্যত হবে না।

বাংলাদেশে ১২টি স্থলবন্দরের মধ্যে রাজস্ব আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে বেনাপোল বন্দর। প্রতিদিন ভারত থেকে ৪০০-৪৫০ ট্রাক পণ্য আসে এই পথে, যার মাধ্যমে প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় হয়। দীর্ঘ ছুটি শেষে পুনরায় কার্যক্রম শুরু হলে বড় ধরনের পণ্যজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বেনাপোল  বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন জানিয়েছেন, ছুটির সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বন্দর নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যদের পাশাপাশি বেনাপোল পোর্ট থানার সহযোগিতাও নেওয়া হয়েছে। কেউ যদি ছুটির মধ্যেও পণ্য খালাস নিতে চান, তাহলে খালাস দেওয়ার ব্যবস্থাও রাখা হবে।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া ও ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহমেদ জানিয়েছেন, ঈদের ছুটিতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে ইমিগ্রেশনে বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

– বেনাপোল প্রতিনিধি

You might also like

Comments are closed.