বেতন পরিশোধ না করায় ১২ পোশাক কারখানার মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ না করায় ১২টি পোশাক কারখানার মালিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
উপদেষ্টা জানান, আজ ২৫ মার্চ থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।
শ্রম উপদেষ্টা আরও বলেন, ২৭ মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা। কিন্তু ১২টি কারখানা নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছে। এর মধ্যে পাঁচটি কারখানায় অসন্তোষ চলছে।
শ্রম উপদেষ্টা বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে যারা বেতন ভাতা পরিশোধ করতে পারছেন না, তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা শ্রম আইন অনুযায়ী এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেব।’
তবে কোন কোন কারখানার মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সে তথ্য জানাননি শ্রম উপদেষ্টা।

Comments are closed.