বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে ঝরলো দুই প্রাণ

রাজধানীতে পৃথক স্থানে বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) রাতে ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন দরজি আল আমিন (৩৫) ও রিকশাচালক মো. আয়নাল (৩০)।

আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা বাবুল রেজা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গুলিস্তান সংলগ্ন জিরো পয়েন্ট এলাকার একটি দোকানে চা পান করতে যাচ্ছিলেন আল আমিন। এ সময় বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুতের তারের লিকেজ থেকে আল আমিন বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ডেমরা বড় ভাঙ্গা এলাকায় রিকশা গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হন রিকশাচালক আয়নাল। দিবাগত রাত দুইটার দিকে আয়নালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আয়নালের খালাতো ভাই হাবিবুর রহমান জানান, আয়নাল বড় ভাঙ্গা এলাকায় রিকশা গ্যারেজে রিকশায় বসেছিলেন। একপর্যায়ে গ্যারেজ বৃষ্টির পানিতে তলিয়ে যায়। তখন আয়নাল হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক শুক্রবার সকালে বলেন, লাশ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

You might also like

Comments are closed.