বৃষ্টিতে পরিত্যক্ত অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

চ্যাম্পিয়নস ট্রফিতে দু্ই দলই আসর শুরু করেছে জয় দিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে বৃষ্টির বাধায় পড়ল তারা। ফলে পরিত্যক্ত হলো অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। খেলা মাঠে গড়ানো তো দূরের কথা বৃষ্টির দাপটের কারণে টস পর্যন্ত হয়নি।

মঙ্ললবার (২৫ফেব্রুয়ারি) বিকালে রাওয়ালপিন্ডিতে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু এর আগে থেকেই মুষলধারে পড়তে থাকে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে ৩৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছিল। ম্যাচ বৃষ্টির পেটে যাওয়ায় দুই দলই পেয়েছে এক পয়েন্ট করে। তাতে জমে উঠল ‘বি’ গ্রুপের লড়াই। আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে যে হারবে, সেই দল ছিটকে যাবে আসর থেকে। সুযোগ থাকবে জয়ী দলের জন্য। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। সমান পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া।

৮ দলের চ্যাম্পিয়নস ট্রফিতে প্রতিযোগিতায় টিকে আছে ৬ দল। কারণ, এই রাওয়ালপিন্ডিতে সোমবার বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। তাতে করে ‘এ’ গ্রুপের ভারত, নিউজিল্যান্ড দুই দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। বাংলাদেশ, পাকিস্তানের গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে গেছে।

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। লাহোরে গত ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের দেওয়া ৩৫২ রান তাড়া করে অস্ট্রেলিয়া জিতেছে ১৫ বল হাতে রেখে ৫ উইকেটে। আইসিসির ওয়ানডে ইতিহাসে এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ঠিক তার আগের দিন করাচিতে আফগানিস্তানকে ১০৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই প্রথমবার খেলতে নামছে আফগানিস্তান। গ্রপে প্রোটিয়াদের শেষ ম্যাচটি ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে। এর আগেরদিন আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

You might also like

Leave A Reply

Your email address will not be published.