বুবলী এবার মিউজিক ভিডিওতে

চিত্রনায়িকা বুবলীকে দেখা যাবে এবার মিউজিক ভিডিওতে। এরই মধ্যে রাজধানীর বিএফডিসিতে গানটির শুটিং শেষ হয়েছে।

‘ময়না’ শিরোনামের গানটির ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। গানটির সুরকার কলকাতার আকাশ সেন। আগামী কিছুদিনের মধ্যে গানটি গানচিল মিউজিক থেকে প্রকাশিত হবে।

ময়না’ গানের মিউজিক ভিডিওর বাইরে শবনম বুবলি অভিনীত তিনটা সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাগুলো হচ্ছে রাখাল সবুজ পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘সর্দার বাড়ির খেলা’, জাহিদ জুয়েলের পরিচালাতি ‘পিনিক’। তৃতীয় সিনেমাটি হলো রাশেদা আক্তার পরিচালিত ‘শাপলা শালুক’।

You might also like

Comments are closed.