বিয়ে করেছেন দর্শন রাওয়াল

বিয়ে করেছেন ভারতের জনপ্রিয় গায়ক, সুরকার ও গীতিকার দর্শন রাওয়াল। দীর্ঘদিনের বন্ধু ধারাল সুরেলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

এছাড়া শনিবার (১৮ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শন নিজেই শেয়ার করেছেন তাদের বিয়ের ছবি। তরুনদের মধ্যে বেশ জনপ্রিয় এই গায়ক।

দর্শন রাওয়ালের গাওয়া সিনেমার গানের মধ্যে রয়েছে ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’।

জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘মিত্রন’, ‘এক লাড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘লাভ আজকাল’, ‘লুডো’, ‘রকি অর রানি কি প্রেমকাহানি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’।

You might also like

Comments are closed.