বিসিবি সভাপতি ফারুকের বিরুদ্ধে ৮ পরিচালকের অনাস্থা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ভেতরকার টানাপড়েন চরমে। সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বোর্ডের আটজন পরিচালক। তাদের অভিযোগ, বিসিবি সভাপতি ফারুক ‘স্বেচ্ছাচারী ও এককভাবে সিদ্ধান্ত নিচ্ছেন’, যার ফলে বোর্ডে অস্থিরতা চরমে উঠেছে এবং ক্রিকেটের ক্ষতি হচ্ছে।

নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপন চৌধুরী, ইফতেখার রহমান মিঠু, মাহবুব উল আলম, কাজী ইনাম আহমেদ, মনজুর আলম ও সালাউদ্দিন চৌধুরী স্বাক্ষর করেছেন এই অনাস্থা চিঠিতে। একমাত্র আকরাম খান এতে স্বাক্ষর করেননি।

চিঠিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পেরিয়ে গেলেও বোর্ড কমিটি পুনর্গঠনে দেরি করেছেন ফারুক আহমেদ। পরে পুনর্গঠন করলেও তা ছিল স্বেচ্ছাচারিতার মাধ্যমে, অধিকাংশ পরিচালকের উপর অর্পিত দায়িত্ব তারা স্বাধীনভাবে পালন করতে পারছেন না বলে দাবি করা হয়। জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অপসারণ এবং পরবর্তীতে অন্য কোচদের বাদ দেওয়ার বিষয়েও পরিচালকদের সঙ্গে আলোচনা হয়নি বলে অভিযোগ তোলা হয়েছে।

চিঠিতে আরো অভিযোগ আছে, অযোগ্য কর্মীদের বরখাস্ত না করে পদোন্নতি ও সুবিধা দেওয়া। নির্দিষ্ট গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে কার্যক্রম চালানো। বিসিবির অভ্যন্তরীণ দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, অখ্যাত ও অনিবন্ধিত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি। বিপিএলে কিছু দলকে অনৈতিক সুবিধা প্রদান, বোর্ডের গঠনতন্ত্র সংশোধনে ব্যর্থতা। দুর্নীতির অভিযোগে শ্বেতপত্র তৈরিতে অনাগ্রহ এবং জাতীয় দলের র‍্যাঙ্কিং অবনতির দায়।

রাজনৈতিক প্রভাবের বিষয়টিও উঠে এসেছে। চিঠিতে দাবি করা হয়েছে, সরকারঘনিষ্ঠ এক সন্ত্রাসী ব্যক্তিকে আশ্রয় দিয়ে ফারুক আহমেদ বোর্ডের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছেন।

এই অনাস্থা চিঠি এমন সময় এসেছে, যখন বিসিবি সভাপতি ফারুক আহমেদকে পদত্যাগে ‘ইঙ্গিত’ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার সাথেই বৈঠকের পর থেকেই ফারুকের পদত্যাগ নিয়ে গুঞ্জন দানা বাঁধে। যদিও তিনি সাফ জানিয়ে দেন, ‘এভাবে পদত্যাগ করবো না।’

বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের দেশে ফেরাও পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে। তাকে বোর্ডে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে।

সবশেষে জানা গেছে, অনাস্থা চিঠি হাতে পেয়ে বিসিবি সভাপতি আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ফারুক।

You might also like

Comments are closed.