বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ শুরু
বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। রাজধানীর একটি হোটেলে সকাল ১০’টায় শুরু হয়ে এই ভোট গ্রহণ চলবে বিকেল চার’টা পর্যন্ত। গভীর রাতে ঢাকার ক্লাব ক্যাটাগরির আরও এক প্রার্থী ফাইহুর রহমান ভূইয়া সরে গিয়েছেন নির্বাচন থেকে।
২৩ পরিচালক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৯১ জন কাউন্সিলর। এরইমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ৮ জন।
আদালতের রায়ে ১৫ ক্লাবের ভোটাধিকার ফিরে পাওয়ায় যতটুকু রোমাঞ্চ তৈরি হয়েছে তা ক্লাব ক্যাটাগরিতে। চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে সন্ধ্যায়, এরপর ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবেন পরবর্তী বোর্ড সভাপতি। এবারের নির্বাচনে পুরনো প্রার্থীদের সাথে লড়াই করছেন বেশ কয়েকটি নতুন মুখ।

Comments are closed.