বিশ্বে মৃতের সংখ্যা এক লাখ ১৯ হাজার ছাড়িয়ে

করোনাভাইরাসে (কভিড-১৯) মৃত্যুর মিছিল যেন থাকছেই না। সারাবিশ্বে প্রতিদিন নতুন করে হাজার হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। মারাও যাচ্ছে কয়েক হাজার।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সার্বক্ষণিক হিসাব রাখা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পৌনে ৯টা পর্যন্ত বিশ্বে মোট ১৯ লাখ ২৪ হাজার ৬৭৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ১৯ হাজার ৬৯২ জনের এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৫ হাজার ০৫ জন।

করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় যুক্তরাষ্ট্র এখন সবার শীর্ষে রয়েছে। দেশটিতে ৫ লাখ ৮৬ হাজার ৯৪১ জনের দেহে কভিড-১৯ ধরা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে স্পেনে ১ লাখ ৭০ হাজার ৯৯ জন। এরপরে ইতালিতে ১ লাখ ৫৯ হাজার ৫১৬ জন আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬৪০ জনের। এরপর দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছে ইতালিতে ২০ হাজার ৪৬৫ জন এবং তৃতীয় সর্বোচ্চ মারা গেছে স্পেনে ১৭ হাজর ৭৫৬ জন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.