বিশ্বের শীর্ষ ধনী এখন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি এখন এলন মাস্ক। অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজসকে টপকে তিনি এই স্থান দখল করলেন বলে ব্লুমবার্গের তথ্যের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন।

টেসলা ও স্পেসএক্সর মালিক এলনের মোট সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫০০ কোটি (১৮৫ বিলিয়ন) ডলার। বৃহস্পতিবার টেসলার শেয়ার মূল্য বেড়ে যায় ৬ শতাংশ। এরই প্রভাব পড়ে এলনের সম্পদের ওপর।

২০১৭ সাল থেকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন জেফ বেজস। তার বর্তমান সম্পদের পরিমাণ ১৮ হাজার ৪০০ কোটি ডলার। আর শীর্ষ তৃতীয় ধনী ব্যক্তি এখন বিল গেটস। তার সম্পদের পরিমাণ ১৩২ বিলিয়ন ডলার।

২০২০ সালের শুরুতে মাস্কের সম্পদের পরিমাণ ছিল ২ হাজার ৭০০ কোটি ডলার। সে সময় তিনি স্থান পেয়েছিলেন শীর্ষ ৫০ জন ধনীর তালিকায়।

You might also like

Comments are closed.