বিশ্বরেকর্ড গড়তে রোনালদোর দরকার আর ২ গোল

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্মেনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। সেই ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর তাতেই বিশ্বরেকর্ড গড়ার খুব কাছে চলে গেছেন পর্তুগালের এই মহাতারকা।
বিশ্বকাপ বাছাইয়ে ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা গুয়েতেমালার ফুটবলার কার্লোস রুইজ। তার গোলসংখ্যা ৩৯টি, আর রোনালদোর গোলসংখ্যা এখন ৩৮টি। আর মাত্র একটি গোল করলেই এই রেকর্ডে ভাগ বসাবেন পর্তুগিজ সুপারস্টার। আর দুটি গোল করলে তাকে ছাড়িয়ে এই রেকর্ডে সবার উপরে থাকবেন রোনালদো।
এদিকে আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ বাছাইয়ে গোলের দিকে মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো। আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচের আগে রোনালদো ও মেসির গোল ছিল সমান ৩৬টি। এবার মেসিকে ছাড়িয়ে গেলেন সিআরসেভেন। আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর মোট গোল হলো ১৪০টি। যেখানে মেসির গোল ১১৪টি।
You might also like

Comments are closed.