বিশ্ববাজারে দাম বাড়ল অ্যালুমিনিয়ামের
বিশ্ববাজারে দাম বেড়েছে অ্যালুমিনিয়ামের। ট্যাক্স রিবেট নিয়ে চীনের নতুন ঘোষণার পরে স্থানীয় সময় মঙ্গলবার (১৯ নভেম্বর) লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ধাতু পণ্যটির দাম ১ শতাংশ বেড়েছে। খবর রয়টার্সের।
খবরে বলা হয়, এলএমইতে তিন মাসের মধ্যে সরবরাহের চুক্তিতে অ্যালুমিনিয়ামের দাম বেড়ে টনপ্রতি ২ হাজার ৬৩২ ডলারে পৌঁছেছে। তবে চীনভিত্তিক সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) দাম কিছুটা কমেছে। কারণ চীনের অ্যালুমিনিয়াম পণ্য রপ্তানির ওপর ১৩ শতাংশ ট্যাক্স রিবেট বাতিলের পরিকল্পনার বিষয়টি বাজারে প্রভাব ফেলেছে।
খবরে বলা হয়, ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে এসএইচএফইতে সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম লেনদেন হয়েছে। মঙ্গলবার অ্যালুমিনিয়ামের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য দশমিক ৪০ শতাংশ কমে টনপ্রতি ২০ হাজার ৪৭০ ইউয়ানে (২ হাজার ৮২৭ ডলার ৫০ সেন্ট) বাজারে লেনদেন বন্ধ হয়।
গত শুক্রবার চীন ঘোষণা করেছে যে, আগামী ১ ডিসেম্বর থেকে তারা অ্যালুমিনিয়াম সেমি-ম্যানুফ্যাকচারড পণ্যের ওপর ১৩ শতাংশ রপ্তানি কর প্রত্যর্পণ বাতিল করবে। দেশটির এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী অ্যালুমিনিয়ামের সরবরাহ সংকটের আশঙ্কা বাড়িয়েছে এবং এর কারণে আগের চেয়ে আরও বেশি অ্যালুমিনিয়াম পণ্য চীনের মধ্যে রয়ে যাবে। অর্থাৎ চীনে ধাতুপণ্যটির মজুত আরও বাড়বে।
নেদারল্যান্ডের অ্যামস্টারডামভিত্তিক আর্থিক পরিষেবা কোম্পানি আইএনজি গ্রুপের পণ্যবিশ্লেষক এওয়া ম্যানথে বলেছেন, কিছুটা সময়ের মধ্যে রিবেট বাতিল করায় চীনের অ্যালুমিনিয়াম (পণ্য) আন্তর্জাতিক বাজারে আরও দামি করে তুলবে এবং রপ্তানির পরিমাণও কমতে পারে।’
একজন ব্যবসায়ী বলেন, যতক্ষণ না কিছু বাহ্যিক চাহিদা বাড়ে ততক্ষণ পর্যন্ত এলএমইতে অ্যালুমিনিয়ামের দাম বাড়ার ধারা অব্যাহত রাখতে সংগ্রাম করতে হবে। যেমনটা গত শুক্রবারে দেখা গেছিল। এদিন ধাতুপণ্যটির দাম টনপ্রতি ২ হাজার ৭৩০ ডলারে পৌঁছেছিল।
খবরে বলা হয়, মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল নাগাদ দামের দিক থেকে মৌলিক ধাতুগুলো চাপের মুখে পড়ে, কারণ কিছু বিনিয়োগকারী রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইউক্রেন নিয়ে উত্তেজনার লক্ষণ দেখে নিরাপদ আশ্রয়স্থলে বিনিয়োগ করতে শুরু করেন।
তবে বেশির ভাগ ধাতু মূল্য পুনরুদ্ধার করেছে। কারণ ভূ-রাজনৈতিক আশঙ্কা কমেছে, যখন হোয়াইট হাউস জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র রাশিয়ার পারমাণবিক হামলার জন্য তার থ্রেশহোল্ড (নির্ধারিত সীমা) কমানোর সিদ্ধান্তে অবাক হয়নি এবং এর প্রতিক্রিয়ায় তার নিজস্ব পারমাণবিক অবস্থান পরিবর্তন করার পরিকল্পনা নেই।
এদিকে এলএমইতে তামা ও দস্তার দাম যথাক্রমে টনপ্রতি ৯ হাজার ৭২ ডলার ও ২ হাজার ৯৫২ ডলারে স্থির ছিল। তবে নিকেলের দাম ১ দশমিক ৫০ শতাংশ বেড়ে টনপ্রতি ১৫ হাজার ৯৭০ ডলারে পৌঁছেছে। এ ছাড়া টিনের দাম দশমিক ৪০ শতাংশ কমে টনপ্রতি ২৮ হাজার ৮৮৫ ডলারে নেমে এসেছে। এদিকে সিসার দাম দশমিক ৬০ শতাংশ বেড়ে টনপ্রতি ২ হাজার ২ ডলার ৫০ সেন্টে পৌঁছেছে।