বিশ্বজুড়ে বিনামূল্যে ৫০ কোটি করোনার টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র এ পর্যন্ত বিশ্বের ১১০ টিরও বেশি দেশে করোনাভাইরাসের ৫০ কোটি ডোজ নিরাপদ এবং কার্যকর টিকা অনুদান প্রদান করেছে। সংখ্যাটি বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। বৃহস্পতিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এমন তথ্য জানায়।
দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেইজে বাংলা এবং ইংরেজীতে লেখা হয়ঃ
“যুক্তরাষ্ট্র এ যাবৎ ১১০ টিরও বেশি দেশে কোভিড-১৯’র ৫০ কোটি ডোজ নিরাপদ ও কার্যকর টিকা অনুদান প্রদান করেছে যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। শুধু মানুষের জীবন বাঁচানোর উদ্দেশ্যে বিনামূল্যে আমরা এই ডোজগুলো বিতরণ করে চলেছি।”
ওই লেখার সাথে একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে বলা হয়- করোনা মহামারী বিশ্বের কোথাও শেষ হবে না যতক্ষণ না বিশ্বের সব জায়গায় এটিকে পরাজিত করা যায়। যুক্তরাষ্ট্র এই মহামারী শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্বের সবার সাথে এ নিয়ে কাজ করছে। শেষ না হওয়া পর্যন্ত আমরা থামবো না।