বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে ইতালি
ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি বললেন, ‘এরকম খেলতে থাকলে (বিশ্বকাপ খেলা নিয়ে) দুর্ভাবনা তো আছেই!’ ইতালিয়ান কোচ দুর্ভাবনায় ডুবেছেন একেবারে প্রথম ম্যাচ শেষে। নরওয়ের বিপক্ষে আজ্জুরিদের নাজুক পারফরম্যান্স দেখে কোচ এখন আছেন শঙ্কায়।
চারটি শিরোপা জিতে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সফলতম দল ইতালি। তবে গেল দুই বার বিশ্বকাপেই খেলতে পারেনি তারা। মাঝে একবার ইউরো জিতলেও বিশ্বকাপ থেকে বেশ দূরেই আছে তারা। এবারেও শুরুটা হলো মন্দ। নরওয়ে যখন নিজেদের তৃতীয় ম্যাচেও জয় পেয়ে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে, তখন ইতালি আছে পয়েন্ট টেবিলে একেবারে নিচে।

ইউরোপের বাছাইপর্বের নিয়ম অনুযায়ী, ৪৮ দলের ২০২৬ বিশ্বকাপে ইউরোপ থেকে অংশ নেবে ১৬টি দল। এর মধ্যে বাছাইপর্বের প্রথম রাউন্ড থেকে উঠবে ১২টি দল। প্রথম রাউন্ড থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দলটিই শুধু বিশ্বকাপের টিকিট পাবে। বাকি চারটি দল চূড়ান্ত হবে প্লে–অফ প্রতিযোগিতার মাধ্যমে। গ্রুপভিত্তিক প্রথম রাউন্ডের বাছাইয়ে অংশ নিচ্ছে মোট ৫৪টি দল। এই দলগুলোকে ৪ ও ৫ দল করে মোট ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। ইতালি আছে ‘আই’ গ্রুপে।
অবশ্য গ্রুপ রানার্সআপ হলে আরেকটি সুযোগ মিলবে। তখন ১২টি গ্রুপের রানার্সআপ ও উয়েফা নেশনস লিগের চারটি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্লে–অফ। ২০২২ বিশ্বকাপের বাছাইয়ে এই প্লে–অফ পর্ব থেকেই বাদ পড়েছিল ইতালি।

ম্যাচ শেষে ইতালিয়ান কোচ লুসিয়ানো স্প্যালেত্তি বললেন, ‘এরকম খেলতে থাকলে দুর্ভাবনা আছেই। সবসময়ই শঙ্কা আছে। এমন পারফরম্যান্সের পর অবশ্যই নিজেদেরকে প্রশ্ন করা উচিত এবং উপলব্ধি করা উচিত যে, বড় সমস্যা আছে এখানে। সেই সমস্যাগুলোর মুখোমুখি হতে হবে। এটা ছাড়া আর কোনো উপায় নেই।’
কোচ লুসিয়ানো স্প্যালেত্তির ভাষ্য, ‘ব্যক্তিগতভাবে ফুটবলারদের আরও প্রাণবন্ত, আরেকটু উদ্যমী হতে হবে। বাড়তি কিছু যোগ করতেই হবে আমাদের, নইলে কিছু না কিছু বদলাতে হবেই। আমরা তো এমন দল নই, এই ছেলেরা এমন ফুটবলার নয়। ব্যক্তিগতভাবে আমরা আরও অনেক কিছু করতে পারি মাঠে। অবশ্যই সময়টা কঠিন।’

Comments are closed.