বিরতির পর ক্যামেরার সামনে নওশাবা

বেশ বিরতির পর চয়নিকা চৌধুরীর পরিচালনায় ছোটপর্দায় অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ। নাটকের নাম ‘দ্বিতীয় বিয়ের পর’। নাটকটিতে তাঁর সহশিল্পী ইরফান সাজ্জাদ ও আইশা খান। ঠিক কত বছর বিরতির পর অভিনয়ে ফিরেছেন– সে হিসাব তাঁর নিজেরই মনে নেই। শুধু বলেছেন, ‘অনেক দিন পর।’

নওশাবা জানান, চয়নিকা চৌধুরীর আন্তরিক আমন্ত্রণ আর গল্পের প্রতি টানই তাঁকে ফিরিয়েছে ক্যামেরার সামনে। তিনি বলেন, ‘চয়নিকা দিদি খুব আদর করে বললেন, আমি যেন এ কাজটা করি। মঞ্চে তো আছি নিয়মিত, কিন্তু ক্যামেরার সামনে অনেক দিন দাঁড়ানো হয়নি। তাই কাজটা করেছি। এটাকে আমি ফিরে আসা বলি না। আমি চাই শক্তিশালী চরিত্রে কাজ করতে। নচেৎ থিয়েটার, ছবি আঁকা, বই পড়া আর মেয়েকে সময় দেওয়াই যথেষ্ট।’

নাটক থেকে দূরে থাকার কারণ জানাতে গিয়ে খানিক অভিমানী ভঙ্গিতে নওশাবা বলেন, ‘অনেকেই কাজের কথা বলেন, কিন্তু সেখানে আমার অভিনয়ের জায়গা নেই। তাহলে কাজটা কেন করব? যদি ভালো গল্প আর চরিত্র পাই, তখনই কাজ করব। সেজন্য অল্প কাজ করছি।’

 

এদিকে গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘সাত ভাই চম্পা’ সিনেমা। সাত বছর আগে এটি টেলিভিশনে মেগা সিরিজ হিসেবে প্রচারিত হয়। পরে ওটিটিতে ওয়েব ফিল্ম আকারে আসে।

নওশাবা জানান, সিনেমার শুটিংয়ের সময় তিনি ঘোড়া ও তলোয়ার চালানোর প্রশিক্ষণও নিয়েছিলেন। তার মতে, প্রচার-প্রচারণা আরও জোরালো হলে ছবিটি আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারত।

সম্প্রতি টালিউডে তাঁর অভিষেক হয়েছে অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’ চলচ্চিত্রের মাধ্যমে, যেখানে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। নওশাবা জানালেন, ছবিটি বাংলাদেশেও মুক্তির পরিকল্পনা রয়েছে।

You might also like

Comments are closed.