বিমানবাহিনীতে চাকরি

বাংলাদেশ বিমানবাহিনীতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে শুধু পুরুষ প্রার্থীরা (বিবাহিত/অবিবাহিত) আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২১ আগস্ট পর্যন্ত।

পদের নাম
মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি)

পদসংখ্যা
৩০টি

যোগ্যতা ও অভিজ্ঞতা
কমপক্ষে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিআরটিএর বৈধ পেশাদার (হালকা/ভারী) ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। তবে ভারী ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ন্যূনতম তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা। কোনো ওয়ার্কশপে মেকানিক হিসেবে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

বয়স
প্রার্থীর বয়স আবেদনপত্র জমাদানের শেষ তারিখে সর্বনিম্ন ২১ ও সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন
সর্বসাকল্যে মাসিক বেতন ২২,৫০০ টাকা।

আবেদন ফি
প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে ‘বিমানবাহিনী কেন্দ্রীয় বেসরকারি তহবিল’–এর অনুকূলে ২০০ টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
অধিনায়ক, বিমানবাহিনী রেকর্ড অফিস, টার্মিনাল ভবন, পুরোনো বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।

চাকরির নির্ধারিত ফরম নিজ হাতে পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে। হাতে হাতে আবেদনপত্র জমা নেওয়া হবে না।

You might also like

Leave A Reply

Your email address will not be published.