বিমানবন্দর রেলষ্টেশনে সেনা অভিযান, পিস্তলসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় পিস্তলসহ কয়েকটি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে।
অভিযানে দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি তল্লাশি করে চালের বস্তা থেকে ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড এ্যামোনিশন এবং ৪টি ককটেল বোমা উদ্ধার করা হয় ।
এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান দিনাজপুর থেকে ছেড়ে আসার পর পার্বতীপুর রেলষ্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি নিলে ৩-৪ জন ব্যক্তি কয়েকটি চালের বস্তা (লুকায়িত পিস্তল এবং বিস্ফোরক দ্রব্যাদিসহ) ট্রেনের নির্দিষ্ট বগিতে রেখে চলে যায়। ঘটনার সাথে সংশ্লিষ্ট নাশকতাকারীদের সনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে।

Comments are closed.