বিভিন্ন জায়গায় সালমান এফ রহমানের তথ্য চেয়ে দুদকের চিঠি

৩৬ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের তথ্য চেয়ে ৬০টি ব্যাংক, রাজউক, গৃহয়ান কর্তৃপক্ষ ও ঢাকা-গাজিপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ অক্টোবর) সংস্থাটির সহকারি পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য চেয়েছে সংস্থাটি।

দুদকে সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, শেয়ার কারসাজি করে গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা লোপাট ও অবৈধ প্রভাব খাটিয়ে সরকারি-বেসরকারি ব্যাংক থেকে ৩৬ হাজার কোটি টাকা ঋণের লোপাট করে বিদেশে পাচার করেছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.